জবিতে পরীক্ষারত শিক্ষার্থীদের পিটালো ছাত্রলীগ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯

সাহস ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আউটডোর পরীক্ষা চলাকালীন অবস্থায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। 

২৮ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে পরীক্ষা চলাকালীন সময় শাখা ছাত্রলীগের কর্মী সম্রাট তার দলবল নিয়ে এ হামলা চালায়।

এ ঘটনায় নারী শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন জয় (২৩) , সনেট (২২), কেয়া (২০), মৌমিতা (২০), সোহাগ (২২), আবেশ (২২),সুশমীতা (২০),জ্যোতী (২১) সহ আরও অনেকে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষারত অবস্থায় জবির বোটানিক্যাল গার্ডেনে অবস্থান করছিলেন। এমন সময় ছাত্রলীগ কর্মী সম্রাট গার্ডেনে প্রবেশ করতে চাইলে পরীক্ষার্থী আবেশ তাকে নিষেধ করেন। এতে সম্রাট ক্ষিপ্ত হয়ে সেখানে নারী শিক্ষার্থী জ্যোতীকে সহ আরো কয়েকজন ছাত্রীকে নানান ভাবে ইভটিজিং করতে থাকে। সম্রাটকে আবেশ নামের শিক্ষার্থী বাঁধা দিলে তার সাথে আরো ৭/৮জন ছাত্রলীগ কর্মীকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপর লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় নারী শিক্ষার্থীদেরকে শারিরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন অনেকে।

এ ব্যাপারে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.বজলুর রশিদ খাঁন সাংবাদিকদের বলেন, আমাদের শিক্ষার্থীরা বোটানিক্যাল গার্ডেনে আউটডোর পরীক্ষা দেওয়ার সময় ছাত্রলীগের কিছু কর্মী তাদের উপর হামলা চালায়। আমরা জবি প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ দিয়েছি, ভিসি স্যারকে জানিয়েছি। আমরা এ ধরনের ন্যাক্কার জনক ঘটানার তীব্র নিন্দা ও হামলা কারীদের দৃষ্টান্ত মুলক বিচার দাবি করছি।

ছাত্রলীগের একাধিক সুত্র নিশ্চিত করেছেন যে, সম্রাট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের এক নিষ্ঠ কর্মী। সম্রাটের নামে এ ধরনের একাধিক নারী কেলেঙ্কারী, চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।

এদিকে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম জানান, সম্রাট ছাত্রলীগের কেউ না। যেহেতু কোন এক সম্রাট চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা করেছে ,আর চারুকলা বিভাগ লিখিত ভাবে অভিযোগ দিয়েছে। সেখানে আমরাও তার সুষ্ঠ বিচার দাবী করছি।

এ বিষয়ে জবি প্রশাসন প্রক্টর সহযোগী অধ্যাপক ড.নুর মোহাম্মদ জানান, আমরা লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, হামলাকারী সম্রাটের বহিষ্কার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত