রাবিতে ‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:২২

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিজ্ঞানী অধ্যাপক মাযহারুল ইসলামের উপর লেখা ‘মৃত্যুঞ্জয় মযহারুল ইসলাম’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০নং কক্ষে এ প্রকাশনা উৎসবের আয়োজন করে ফোকলোর বিভাগ।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা  করেন সহকারী অধ্যাপক ড. মো. রওশন জাহিদ। এসময় প্রধান অতিথি ছিলেন, বইটির প্রধান সম্পাদক নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল ও বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন।  প্রধান আলোচক ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা তাঁর জীবনের স্মৃতিচারণামূলক বিষয়ের ওপর আলোচনা করেন। এসময় বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত