পিরোজপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২০ মে ২০১৭, ১৯:৫০

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার সকালে পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদদের সভাপতি মনিকা মন্ডল, পিরোজপুর সনাকের সহ-সভাপতি এডভোকেট শহিদুল্লাহ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন টিপু প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর দক্ষিণাঞ্চলে সবচেয়ে শিক্ষার হার বেশী একটি জেলা। কিন্তু এই জেলায় কোন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় না থাকর কারণে নিন্ম-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত শিক্ষা অর্জন করতে পারছে না। তাই পিরোজপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের দাবি জানান তারা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত