কাশিয়ানীর স্কুলে ‘ডিজিটাল ক্যাম্পাস’ উদ্বোধন

প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৭:৩৯

সাহস ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মদনমোহন একাডেমিতে ‘ডিজিটাল ক্যাম্পাস’ চালু করা হয়েছে। জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ সাহা ২২ মে (সোমবার) এর উদ্বোধন ঘোষণা করেন।

বক্তব্যে সাংবাদিক মনোজ সাহা বলেন, ডিজিটাল ক্যাম্পাস নামে যে সেবা চালু করা হয়েছে তাতে অভিভাবকরা ঘরে বসেই শিক্ষার্থীদের উপস্থিতি-অনুপস্থিতি, পরীক্ষার ফল, বেতন, ফি প্রভৃতি সব ধরনের তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন।

একাডেমির প্রধান শিক্ষক মো. জইন উদ্দিন বলেন, এই সেবার আওতায় ২৫০টি সেবা পাওয়া যাবে, যা কাজের গতি বাড়াবে। আর নেটিজেন আইটি লিমিটেড এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে বলে তিনি জানান।

আনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- তারইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবুন্নাহার, নেটিজেন আইটির প্রতিনিধি আজিজুর রহমানসহ অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত