সব উপজেলায় একটি করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১২ জুন ২০১৭, ১৭:১৫

সাহস ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, দেশের যেসব উপজেলায় সরকারি কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে একটি করে স্কুল জাতীয়করণ করা হবে। 

১২ জুন (সোমবার) সংসদে খুলনার সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

সংসদ সদস্য রশিদীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে সকল উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই সে সকল উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজ সরকারিকরণের লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

ইতোমধ্যে ২৮৫টি বেসরকারি কলেজ জাতীয়করণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ। 

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের যোগ্য বিবেচিত ২৬ হাজার ১৯৩টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যে ২৬ হাজার ১২২টি বিদ্যালয়ের জাতীয়করণ হয়েছে। মামলা, জমি সংক্রান্ত জটিলতার কারণে বাকি ৭১টির কাজে বিলম্ব হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত