সিলেট বোর্ডে পাসের হার ৭২ শতাংশ

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৭:২২

সাহস ডেস্ক

চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কিছুটা বেড়েছে। গত বছর পাসের হার ছিলো ৬৮,৫৯ শতাংশ। পাসের হারের সূচকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৪ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে।

রবিবার (২৩ জুলাই) সকালে সোয়া ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ বোর্ডে  সিলেট জেলায় পাসের হার ৭৬.১৩ শতাংশ, সুনামগঞ্জে ৭৩.৩০ শতাংশ, হবিগঞ্জে ৬৯.১৩ শতাংশ ও মৌলভীবাজারে ৬৫.৮৩ শতাংশ।

তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। এবছর মাত্র ৭শ’ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ছেলে ৪৫৫ ও মেয়ে ২৪৫ জন।

সিলেট শিক্ষা বোর্ডে এবছর মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৬ হাজার ৭৯৭জন। এদের মধ্যে ছেলে ২১ হাজার  ৩০ ও মেয়ে ২৫ হাজার ৭৬৭ জন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত