মাদ্রাসায় পাসের হার ৭৭.০২ শতাংশ

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:৩৪

সাহস ডেস্ক

চলতি বছর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে গড়ে ৭৭ দশমিক ৩৩ শতাংশ ছাত্র আর ৭৬ দশমিক ৬০ শতাংশ ছাত্রী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, এবার আলিমে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৩২০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৮০২ জন। পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে ২ হাজার ৫১৮ জনকে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪০০ জন আর ছাত্রী ৪০ হাজার ৪০২ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত