কুমিল্লায় ৪৯ দশমিক ৫২ শতাংশ

প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:৪৭

সাহস ডেস্ক

চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও বিপর্যয় ঘটেছে কুমিল্লায়। প্রকাশিত ফলে দেখা যায়, মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ পাস করেছে কুমিল্লা বোর্ডে, যা শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম। 

কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এক লাখ এক হাজার ৬৩৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অংশগ্রহণ করেছে এক লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৩ হাজার ৭৯২ জন এবং ছাত্রী ২৫ হাজার ৯১২ জন।  অংশগ্রহণকারীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৬৭৮ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৫৩ ও ছাত্রের সংখ্যা ৩২৫ জন। 

পাঁচ বছরের মধ্যে কুমিল্লায় এ পাসের হার সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানিয়েছেন, গতবারের তুলনায় ফল খারাপ। এর কারণ হচ্ছে ইংরেজিতে বিপর্যয়। কেবল ইংরেজিতেই ফেল করেছে ৩৮ শতাংশ পরীক্ষার্থী। ইংরেজির ফল খারাপ হওয়ার কারণেই কুমিল্লার ফল খারাপ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত