ঢাবিতে ফজিল্লাতুন্নেছা ট্রাস্টের স্বর্ণপদক-বৃত্তি প্রদান

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৭, ১২:১০

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড থেকে এক ছাত্রীকে স্বর্ণপদক এবং পাঁচ ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থী হলেন- ব্যবস্থাপনা বিভাগের নাসরিন আক্তার। 

‘মেধাবৃত্তি’ পাওয়া ছাত্রীরা  হলেন- উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মুক্তা চৌধুরী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ফারজানা নূর সায়মা, উর্দু বিভাগের ইসমত আরা, ইসলামিক স্টাডিজ বিভাগের শায়লা আক্তার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পারুল আক্তার কেয়া।

এক অনুষ্ঠানের মাধ্যমে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ৮ আগস্ট (মঙ্গলবার) কৃতি ছাত্রীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির টাকার চেক তুলে দেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জম্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড কৃতি নারী শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেয়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে এই অনুষ্ঠানে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মারক বক্তব্য’ দেন রবীন্দ্র চেয়ার অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকিয়া পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত