লালমনিরহাটে ৩২৫ প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থাগিত

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৭, ১৮:৩৬

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের অনেক প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি থাকায় ২য় সময়িক পরীক্ষা স্থাগিত করা হয়েছে। 

আগামী ১৯ আগস্ট থেকে ২য় সময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বুধবার বিকালে জেলার সদর উপজেলা ও হাতীবান্ধা উপজেলার মোট ৩২৫টি প্রাথমিক বিদ্যালয়ে এক আদেশে পরীক্ষা স্থাগিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার জানান, তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট জেলার ৫ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া বন্যার্ত লোকজন বসত-বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। অনেকেই এখনো বাড়ি ফেরেনি। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। সে কারণে লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য় সময়িক পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থাগিত করা হয়েছে।

সদর উপজেলায় ১৪৮টি ও হাতীবান্ধা উপজেলায় ১৭৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত