বন্যার্তদের পাশে ঢাবি শিক্ষক সমিতি

প্রকাশ : ২১ আগস্ট ২০১৭, ১৩:২৯

সাহস ডেস্ক

বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২১ আগস্ট (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

অধ্যাপক মাকসুদ বলেন, বন্যা কবলিত এলাকায় সরকার পক্ষে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বন্যা কবলিত হিসেবে চিহ্নিত এলাকাগুলোয় গিয়ে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেবে।

প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর পাশাপাশি ঈদের জন্য সেমাইসহ নানা ধরনের খাদ্যদ্রব্য প্রদান করা হবে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমিতির সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে যদি কেউ অতিরিক্ত সাহায্য প্রদানে ইচ্ছুক হন, আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। এছাড়া কোন সম্মানিত সদস্য উল্লিখিত অনুদান প্রদানে অনিচ্ছুক হলে তা, ‘হিসাব পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়’ বরাবর আবেদনের মাধ্যমে আগামী ২৪ আগস্টের মধ্যে জানাতে অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত