রাবিতে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৭

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৭-১০ বছর বয়সী শিশুদের জন্য বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে এ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণকোর্সে প্রায় ৯০ জন শিশু অংশ নিচ্ছে। 

শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও বয়সভিত্তিক সাঁতার শিক্ষা কোর্স-২০১৭ এর সমন্বয়কারী মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক রুনা লায়লা সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টর মো. শিবলী ইসলাম, বিভিন্ন অফিস প্রধান ও কোর্সের প্রশিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত