শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চশিক্ষা নয়: নাহিদ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৯

সাহস ডেস্ক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চ শিক্ষা নয়। উচ্চশিক্ষায় সেই বিষয়গুলোতে জোর দিতে হবে, যেগুলোর মাধ্যমে বাস্তবে কাজ করা যায়।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষার প্রচলিত ধারা পরিবর্তন করতে চাই। বিশ্ববিদ্যালয় মানে জ্ঞানচর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান ও নতুন জ্ঞান সৃষ্টি করা। এ ধারায় আমরা এগিয়ে যাচ্ছি’।

মন্ত্রী আজ বুধবার (৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘শিক্ষার লক্ষ্য নিয়ে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাদের সরকার সহযোগিতা করে যাবে। কিন্তু মুনাফার লোভে যারা বিশ্ববিদ্যালয় করেছেন, তাদের থাকতে দিব না। নিজস্ব ক্যাম্পাসসহ সকল শর্ত পূরণ করতে হবে’।

তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় আমরা বন্ধ করে দিয়েছি। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় শর্ত পূরণের দিকে এগিয়ে গেছে। এক-তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। আরো অর্ধেকের বেশি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রক্রিয়ায় আছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মানুষকে মানবসম্পদে রূপান্তর করা প্রয়োজন। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বর্তমানে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়ালেখা করছে। ২০২০ সালে এটা শতকরা ২০ ভাগে উন্নীত করা হবে’।

তিনি আরো বলেন, প্রায় সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে প্রতি বছর বিনামূল্যে বই দেয়া হচ্ছে।

শতকরা ৪০ ভাগ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এদের মধ্যে ৩০ ভাগ মেয়ে এবং ১০ ভাগ ছেলে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষায় ছেলেমেয়েদের মধ্যে সমতা অর্জিত হয়েছে। মেয়েরা শিক্ষায় ভাল করছে’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য ও ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ, ইউল্যাবের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম এবং উপাচার্য ড. এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত