রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:২২

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থবারের মতো চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ‘ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয়। 

ইউনিস্যাব বাংলাদেশের প্রেসিডেন্ট মামুন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, প্রক্টর মো. লুৎফুর রহমান, জনসংযোগ প্রশাসক ড. প্রভাস কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মাহমুদ হাসান, ইউএনআইসির ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

“উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে যুব সমাজকে সম্পদ হিসেবে অবদান রাখতে উৎসাহী করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলনটি শুরু হয়। সম্মেলনটি ৯ অক্টোবর শেষ হবে।

দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩০০ শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত