চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

উৎসব মুখর পরিবেশে ও বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়েছে। 

৯ অক্টোবর (সোমবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আলী, পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।  

এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আলী, রেজিস্ট্রার (চ.দা) শাহরিয়ার কবির, ট্রেজারার মকবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত