রাবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ২০:৪৬

রাবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে কেক কাটার পর ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। পরে অতিথিদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাবি রিপোর্টার্স ইউটিটির সভাপতি কায়কোবাদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান বিটু, ছাত্র উপদেষ্টা অধ্যাপক উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্রমুখ।

বেলা ১২টায় ‘জাতীয় নেতা শহীদ কামারুজ্জামান ও রাজশাহীর গণমাধ্যম’ শীর্ষক আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র।

পরে এক বিশেষ সভায় সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পনে অসামান্য অবদানের জন্য যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমকে বিশেষ সম্মাননা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। মোহসীন উল হাকিমের হাতে সম্মানা স্মারক তুলে দেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পুনর্মিলনী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত