চাঁপাইনবাবগঞ্জ গ্রিনভিউ স্কুলে ‘সততা স্টোর’

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:৩১

চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় শহরের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত অংশে এর ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়। 

এ উপলক্ষে ২৩ অক্টোবর (সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল। 

আলোচনায় বক্তরা বলেন, নতুন প্রজন্মের মাঝে সততা ও নৈতিকতা দৃঢ়ভাবে প্রোথিত করার লক্ষ্যে বিক্রেতা বিহীন এই দোকান চালু করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।   

আলোচনায় আরও বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফতাব আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মসিউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহম্মেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত