খাবারে পোকা থাকায় মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় তালা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৯:৪৭

তপু আহম্মেদ

খাবারে পোকা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একমাত্র ক্যাফেটেরিয়ায় তালা ঝুলিয়ে দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদকেও অবরুদ্ধ করে রাখে তারা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ করে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পরিচালক মাসুদের অপসারণ, খাবারের মূল্যের দাম কমানো, শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের বিচার এবং রান্নার স্থানের স্বাস্থ্যকর পরিবেশের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ফখরুল আলম সৌরভ বলেন, মাঝে মাঝেই খাবারের ভিতরে চুল ও পোকা পাওয়া যায়। খাবারের দাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি রাখা হয়। এ কারণে শিক্ষার্থীরা বাইরে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

ক্যাফেটেরিয়ার পরিচালক মাসুদ বলেন, পোকা পাওয়ার ঘটনাটি মিথ্যা ও সাজানো। এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, মাসুদকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের অন্যান্য দাবি মানার ব্যাপারে কোন কিছু জানাননি তিনি।

সাহস২৪.কম/রিয়াজ