৭ দফা দাবিতে বিটেক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

তপু আহম্মেদ

টাঙ্গাইলের কালিহাতীতে ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)-এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনে বিটেক শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

এতে বক্তব্য রাখেন, সোসাইটি অব বিটেক স্টুডেন্টের সভাপতি মো. আশরাফুল, সহ-সভাপতি শামীম হোসেন পান্না, ইমতিয়াজ আহম্মেদ, সাধারণ সম্পাদক নিজামুল হক রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ভূইয়া প্রমুখ।

এসময় বক্তরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনতিবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বশরীরে উদ্বোধন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য ২টি কলেজ বাস বরাদ্দ, নতুন ছাত্র হল নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদুৎ ব্যবস্থা ও বন্ধ সাব স্টেশন চালু, কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ল্যাবরেটরি চালু, ওয়াইফাই সংযোগ চালু ও সুরক্ষিত ছাত্রী হল নিশ্চিত করা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত