প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী সাহা সাময়িক বরখাস্ত

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মজনুর রহমান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তিনি উপজেলার চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের এর এক আদেশপত্র পান। এই আদেশের প্রেক্ষিতে ওইদিনই প্রধান শিক্ষিক স্বপ্না রাণী সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবং সহকারী শিক্ষক জেকের আলীকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতিসহ সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে অসদাচরণ এবং নির্যাতনের বিষয়ে অভিযোগের পর পর ৩ বার তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মহা পরিচালকের অনুমতিক্রমে বিভাগীয় উপ-পরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে উপজেলার কাশিমপুর ইউপি’র চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন স্বপ্না রানী সাহা। স্কুলের ছাত্র-ছাত্রীদের মারধর, ইচ্ছেমতো বিদ্যালয়ে যাওয়া-আসা, পাঠ্যপুস্তক বিক্রয়, শিক্ষকদের প্রাণনাশের হুমকি, হয়রানি ও শারিরিক নির্যাতন ঘটনার অভিযোগর প্রেক্ষিতে পর পর ৩ বার তদন্ত করা হয়। এ সংক্রান্ত নিউজ জাতীয় দৈনিকসহ আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত