ঢাকা পলিটেকনিকে পুলিশের গুলিতে আহত ১০ ছাত্র

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:০২

সাহস ডেস্ক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের শটগানের গুলিতে অন্তত ১০ জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহতরা হলেন- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এস এস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রান্ত, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম।

২ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফয়সাল মাহমুদ জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। তাদেরকে বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থল ইনস্টিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে শটগানের গুলি চালায়। এতে অন্তত ৩০ জন ছাত্র আহত হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এদের হাতে পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিতসাধীন রয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত