পামেক ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০, কলেজ বন্ধ ঘোষণা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:১৭

সাহস ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে দফায় দফায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে পাবনা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের নির্দেশের পর শুক্রবার সকালের প্রথম প্রহর থেকে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। এরপর দুপুরের হলশূন্য হয়ে পড়ে পামেক ক্যাম্পাস।

পামেক ছাত্রলীগের ওই দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পামেক অধ্যক্ষ ডা. রিয়াজুল ইসলাম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে গেছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত