ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে বাড়তি ফি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৭

সাহস ডেস্ক

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে ২০২০ সাল থেকে শিক্ষার্থীদের বছরে গুনতে হবে বাড়তি ২১  হাজার টাকা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রছাত্রীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নতুন ক্যাম্পাস পরিচালনা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্যই বাড়তি ওই টাকা শিক্ষার্থীদের  কাছ থেকে নেবে তারা। 

অপরদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু  জানানোই হয়নি। 

এদিকে, গত ১০ জানুয়ারি (বুধবার) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিসে বলা হয়, রাজধানীর মেরুল বাড্ডায়  বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ২০২০ সাল থেকে সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর আশা করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে সেখানে উল্লেখ করা হয়, নতুন ক্যাম্পাসে ক্লাস করতে এবং নতুন ক্যাম্পাসের সুবিধা গ্রহণ করতে বর্তমান ও নতুন- সকল শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে অতিরিক্ত সাত হাজার টাকা করে দিতে হবে, অর্থাৎ বছরে তিন সেমিস্টারে দিতে হবে মোট ২১ হাজার টাকা।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত