কোটা সংস্কারের দাবিতে রাবিতে গণপদযাত্রা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ১৬:৪১

রাবি প্রতিনিধি

সরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের পেছনে এসে এক সমাবেশে মিলিত হয়।

এসময় রাবি শাখা কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মুন্না বলেন, এ আন্দোলন রাজনৈতিক নয়। এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন। আমরা চাই, বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করা হোক।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাবিতে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এসময় বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত