মাধ্যমিকের ফল ৬ মে

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৮, ১২:৩১

সাহস ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬ মে (রবিবার) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে এই সময় জানানো হয়েছে।  ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত