২ ঘণ্টা মোমের আলোয় পরীক্ষা

প্রকাশ | ১০ মে ২০১৮, ১৬:৫৫

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রায় ২ ঘণ্টা মোমের আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত মোমের আলোয়ই পরীক্ষা চলে।

বৃহস্পতিবার (১০ মে) অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষায় এমন ঘটনা ঘটে।

সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি ঝড়ো আবহাওয়ায় দিনের বেলায় একেবারেই অন্ধকার হয়ে যাওয়ায় মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রে প্রতিটি হলরুমেই ১০টি করে মোমবাতি জ্বালানো হয়। তবে কলেজের কিছু কিছু ভবনের হাতেগোনা কয়েকটি কক্ষে আইপিএসের বিকল্প ব্যবস্থা থাকায় সেখানে মোমের প্রয়োজন হয়নি।

পরীক্ষা শেষ করে বের হওয়া পরীক্ষার্থী ফারিয়া জানান, কলাভবনের নীচতলা থেকে শুরু করে প্রায় অনেকগুলো কক্ষেই মোমের আলোয় পরীক্ষা দিতে হয়েছে তাদের। টেবিলের মাঝে মোম দেয়া হয়েছিল তবে ৩ থেকে ৪টি টেবিল পর পর মোম দেয়ায় তাতেও অনেক সময় দেখতে ও লিখতে অসুবিধা হয়েছে।

সকাল থেকে প্রচণ্ড ঝড়ো আবহাওয়ায় আকাশ একেবারেই অন্ধকার হয়ে আসে। দিনের বেলায় রাতের আঁধার নেমে আসে পুরো শহরেই। এর মধ্যেই পরীক্ষা শুরু হওয়া পরপরই ঝড়ো বাতাস বইতে থাকে। পরে প্রশ্নপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই মোমবাতির ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ।

সাহস২৪.কম/রনি/আল মনসুর