চবি’র ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৪:৩৭

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে আন্দোলনকারীরা সকাল ৮টায় ষোলশহর স্টেশনে শাটল ট্রেন অবরোধ করে রাখে। পরে সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খুরশীদ সোলতানা বলেন, কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি বলে শুনেছি। তবে বিস্তারিত জানতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, চবির বাংলা বিভাগ, আরবি বিভাগ ও আইইআর ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা হয়নি।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, শিক্ষার্থীদের আপত্তির পরিপ্রেক্ষিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীরা না আসায় ক্লাস-পরীক্ষা বাতিল করতে হয়েছে।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত