মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৮:৩৯

সাহস ডেস্ক

দেশের মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষে (২০১৬-২০১৭) শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশের এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এমবিবিএস ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় নেয়।

চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ জানান, এর মধ্যেই পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে ফল জানা শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট http://result.dghs.gov.bd/ থেকে ফল জানা যাবে। এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।

এছাড়া বিডিএস কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর এমবিবিএস ১ম বর্ষে ২৯টি সরকারি কলেজে ৩ হাজার ১৬২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৫ হাজার ৩২৫ জনের ভর্তির সুযোগ ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত