পাঁচ বছর পর রোজিনার প্রত্যাবর্তন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:০১

সাহস ডেস্ক

রুপালি পর্দার মিষ্টি মেয়ে চিত্রনায়িকা রোজিনা। একসময়ের দাপুটে এই অভিনেত্রী এখন মিডিয়া থেকে অনেক দূরে থাকেন। বর্তমানে লন্ডনেই স্থায়ী বাস তাঁর। লন্ডন থেকে মাঝেমধ্যে দেশে আসেন, অভিনয়ও করেন। এবার দেশে এসে পাঁচ বছর পর নাটকে অভিনয় করলেন এই গুণী অভিনেত্রী। 

বিবিসাব নামের একটি নাটকে অভিনয় করেন। নাট্যকার আবদুল্লাহ আল–মামুনের লেখা মঞ্চনাটক বিবিসাব-এর অনুপ্রেরণায় এর চিত্রনাট্য করেছেন নির্মাতা তারিক মুহম্মদ হাসান। কদিন আগে ঢাকার একটি রিকশা গ্যারেজে হলো নাটকটির শুটিং। 

রোজিনা জানালেন, প্রায় পাঁচ বছর আগে নিজের পরিচালনায় অভিনয় করেছিলেন হঠাৎ দেখা নামের একটি নাটকে। তারপর আর নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। অনেক দিন পর অভিনয় করা প্রসঙ্গে বললেন, ‘চিত্রনাট্যটি পেয়ে ভালো লাগল। আর নির্মাতার অনুরোধ তো ছিলই। এবারই প্রথম আমি অন্য পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করলাম।’

নির্মাতা তারিক মুহম্মদ হাসান বলেন, ‘আমি বরাবরই একটু চমক রেখে নাটক নির্মাণ করি। রোজিনা আপা আমাদের দেশের একজন স্বনামধন্য অভিনেত্রী। এ কারণেই তাঁকে নিয়ে নাটক নির্মাণ করলাম।’ 

বিবিসাব নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চু, তাসনুভা তিশা প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত