১৭ নভেম্বর শুরু হচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট ২০১৬’

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১২:১৮

সাহস ডেস্ক

বাংলা একাডেমি চত্বরে আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে শিল্প-সাহিত্যপ্রেমীদের সর্ব বৃহৎ উৎসব ‘ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল’। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত তিনদিনের এই উৎসবে অংশ নিচ্ছেন ২ শতাধিক শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিকসহ আরও অনেকে। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লিসহ নেপাল, ভুটানসহ অনেক দেশের সাহিত্যিকরা আসছেন লিট ফেস্টের আসর মাতাতে।

এ উৎসবে দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ নানা বিষয়ে সরাসরি আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের। দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে কেবল করতে হবে একটি রেজিস্ট্রেশন। যেটি নিশ্চিত করবে অংশগ্রহণকারীর পরিচয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকেটটি ব্যবহৃত হবে আয়োজনে অংশগ্রহণকারীর প্রবেশপত্র হিসেবে। তবে সবার সুবিধার্থে ই-টিকেটটি প্রিন্ট বা ইলেকট্রোনিক ডিভাইসে বহন গ্রহণযোগ্য হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এই ঠিকানায়: http://dhakalitfest.com/?page_id=8

বিশেষ এ আয়োজনে অংশ নিতে যাওয়া বিশেষ বক্তাদের সম্পর্কে জানতে ক্লিক করুন নিচের ঠিকানায়, যেখানে তুলে ধরা হয়েছে আয়োজনে অংশগ্রহণকারীদের পরিচয় থেকে শুরু করে সংক্ষিপ্ত আদ্যোপান্ত।http://dhakalitfest.com

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। সহ আয়োজক হিসেবে রয়েছে বাংলা একাডেমি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত