গঙ্গা-যমুনা নাট্যোৎসবে বাংলাদেশের তিন নাট্যদল

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১৮:৩৫

সাহস ডেস্ক

আগামী রবিবার (৪ ডিসেম্বর) থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’। বাংলাদেশের তিনটি নাট্যদল অংশ নিচ্ছে এই নাট্যোৎসবে।  

অনীক নাট্যগোষ্ঠী আয়োজিত আন্তর্জাতিক এ নাট্যোৎসবে অংশগ্রহণ করতে যাওয়া নাট্যদলগুলো হলো- ‘শব্দ নাট্য চর্চা কেন্দ্র’, ‘জীবন সংকেত’ এবং ‘সময় নাট্য সংস্থা’।

কলকাতার ছয়টি মঞ্চে ২৭ দিন ধরে অনুষ্ঠিত হবে এ নাট্যোৎসব। বাংলাদেশের নাট্যদলের সঙ্গে থাকবে আমেরিকার বিখ্যাত নাট্যগোষ্ঠী ইসিটিএ। এছাড়াও থাকবে পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যের নাট্যদলগুলো।  

রবিবার (৪ ডিসেম্বর) উদ্বোধনী দিন কলকাতার সল্টলেকের অনীক নাট্যমঞ্চে ‘শব্দ নাট্যচর্চা কেন্দ্র’ পরিবেশন করবে দেবাশিস ঘোষ পরিচালিত ‘বীরাঙ্গনার বয়ান’। 

বুধবার (১৪ ডিসেম্বর) কলকাতার নিরঞ্জন সদনে ‘জীবন সংকেত’ নাট্যগোষ্ঠী পরিবেশন করবে সুদীপ চক্রবর্তী পরিচালিত ‘জ্যোতি সংহিতা’। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মঞ্চে ‘সময় নাট্যসংস্থা’ পরিবেশন করবে আক্তারুজ্জামান পরিচালিত নাটক ‘রাজা যযতি’। 

উৎসবে নাটক পরিবেশন করবেন বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, কৌশিক সেন, শোহিনী সেনগুপ্ত, কল্যাণ সেন বরাট, সুজন মুখোপাধ্যায়, চন্দন সেন, দেবেশ চট্টোপাধ্যায়সহ বিখ্যাত নাট্যব্যক্তিত্বরা। 

শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত চলবে এই উৎসব।   

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত