বুড়ি চরিত্রে তিশা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৬, ১০:৫৬

অনলাইন ডেস্ক

বিজয় দিবসের প্রচারের জন্য নির্মিত হলো একক নাটক রক্তস্নান। এ নাটকে তিশাকে বয়স্ক নারী হিসেবে দেখবেন দর্শক। সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

বুধবার (৭ ডিসেম্বর) গাজীপুরের ভবানীপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে। এই নাটকে আরও অভিনয় করছেন জাহিদ হাসান ও শতাব্দী ওয়াদুদ। 

রক্তস্নান বিষয়ে তিশা বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে বেশ কিছুদিন পরে কাজ করলাম। আর গল্পটি ভালো। আমার মনে হয় ওই সময়টায় একটা ভালো গল্প দর্শক দেখবেন।’

নাটক নিয়ে হিমেল আশরাফ বলেন, ‘১৯৭১ সালের গল্প। ওই সময়েরই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনজন। আর বৃদ্ধার চরিত্রের মাধ্যমে বহু বছর পরে পুরো গল্পের রহস্য উন্মোচিত হয়েছে।’ ১৬ ডিসেম্বর দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি।