ট্রমা স্পেশালিস্টের তত্ত্বাবধানে ব্রাড-জোলি পরিবার

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৬, ১৪:০২

অনলাইন ডেস্ক

সন্তানের গায়ে হাত তোলার ও অশোভন আচরণের কারণ দেখিয়ে কিছুদিন আগেই ব্রাড পিটের সাথে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। 

সেই আবেদনের প্রেক্ষিতে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের এখন আইনি লড়াই চলছে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে। কিন্তু জোলি চাইছেন পারিবারিক একজন থেরাপিস্টের কাছ থেকে পরামর্শ নেওয়ার।

জোলির ধারণা, মাস তিনেক আগে ব্যক্তিগত বিমানে ঘটা সেই ঘটনার প্রভাব এখনো তার সন্তানদের ওপর আছে। তিনি মনে করেন, সন্তানদের সামনে পিট ও তার কথা-কাটাকাটি ও বড় সন্তান ম্যাডোক্সের গায়ে পিটের হাত তোলার সেই ঘটনার জন্য সন্তানেরা এখনো আতঙ্কিত হয়ে আছে। 

ইতিমধ্যে এই পরিবার একজন ট্রমা স্পেশালিস্টের তত্ত্বাবধানে আছে। কিন্তু একজন হয়তো তাদের পারিবারিক সংকট মেটাতে সক্ষম নন। তাই আরেকজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার কথা ভাবছেন জোলি।

পেশাদার ট্রমা স্পেশালিস্টের কাছে গিয়ে সন্তান লালন–পালন বিষয়ে পরামর্শ নিতে চাইছেন এই অভিনেত্রী। অবশ্য তিনি একা নন, ব্র্যাড পিটকেও সেই সেশনে রাখতে চান। কারণ, ছেলেমেয়েদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, সেটা পিটেরও জানা দরকার বলে মনে করছেন অস্কারজয়ী জোলি।