ব্যথাটিও উপভোগ করা প্রয়োজন: প্রিয়তি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৭, ১২:৩১

মিস আয়ারল্যান্ড খেতাব জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি। এবার তার সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি পালক। এবার ন্যাচারাল বিউটি বিভাগ প্রিয়তিকে ‘মডেল অব দ্য ইয়ার’ নির্বাচন করেছে আয়ারল্যান্ডের জনপ্রিয় ম্যাগাজিন আইরিশ ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার। 

মাকসুদা আক্তার প্রিয়তি তার ফেসবুক এ লিখেছেন, নতুন কিছু সৃষ্টি করতে গেলে ব্যাথা বা কষ্ট হতেই পারে তাই ব্যথাটিও উপভোগ করা প্রয়োজন।

মাকসুদা আক্তার প্রিয়তির লেখাটি সাহস২৪.কম এর পাঠকদের জন্য তুলে ধরা হল।

ব্যথা/কষ্ট এমনই এক শক্তিশালী মানব অনুভুতি যার মাধ্যমেই একটি সুন্দর লেখার সৃষ্টি হতে পারে, অন্যান্য অনুভূতি গুলোর রঙ দেয়া যেতে পারে, তাদের বাকহীন ভাষা দেয়া যেতে পারে, মনের গভীর অতলে গিয়ে অন্য আরেক দৃষ্টি দিয়ে দেখে যেতে পারে, মস্তিষ্কের তৈরি করা কলহ গুলোর মধ্যে একটা নিরবতা আনতে পারে।

সুতরাং, ব্যথাটিও উপভোগ করা প্রয়োজন।