x

এইমাত্র

  •  ‘অপারেশন টোয়ালাইট’ সমাপ্ত ঘোষণা
  •  বৃষ্টির কারনে বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

‘স্তন প্রতিস্থাপন’ নিয়ে অস্বস্তিতে সোনম

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯

সাহস ডেস্ক

করণ জোহরের টিভি শোতে সোনমকে জিজ্ঞাসা করেন যে আজ পর্যন্ত এমন কী মন্তব্য তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। যার উত্তর শুনে চমকে গেছেন সম্পূর্ণ বলিউড টাউন। 

করণের এই অনুষ্ঠানে এসে এই বলিউড ডিভা জানান, জনৈক এক ভক্ত তাকে নাকি তার স্তন বাড়ানোর বুদ্ধি দিয়েছিলেন।

করণের এমন প্রশ্নের উত্তরে সোনম জানান, একবার তিনি একটি মন্তব্য পেয়েছিলেন, সেখানে তাকে বলা হয়েছিল তার স্তন প্রতিস্থাপন করতে।  

আগামী রবিবার (১৫ জানুয়ারি) এই পর্বটি প্রচারিত হবে। সোনমের সঙ্গে এবারের পর্বে উপস্থিত থাকবেন সদ্য পুত্র সন্তানেন জননী কারিনা কাপুর খান। মা হওয়ার পর এই প্রথম টিভিতে আসতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। সোনম ও কারিনা একসঙ্গে ‘ভীরে দি ওয়েডিং’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই কারণেই এই দুইজন এক সাথে দেখা যাবে করণের সঙ্গে কফির আড্ডায়।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত