গুনী সম্মাননা পেলেন বন্যা ও সাদি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:২০

সাহস ডেস্ক

‘খামখেয়ালী’ নামটি শুনে অনেকই বিচলতি হন। কিন্তু সংগঠনটি রবীন্দ্রচর্চা নিয়ে কাজ করে। সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খামখেয়ালী সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় ওই সভায় বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা ও সাদি মহম্মদকে রবীন্দ্রগুণী সম্মাননা দেওয়া হয়।

অনুভূতি জানাতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, সম্মানের জন্য কতটুকু যোগ্য সে কথা বলব না। শুধু এই সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ।

সাদি বলেন, দীর্ঘদিন চলার পথের সাথি বন্যা। ওর সঙ্গে সম্মাননা পেয়ে ভালো লাগছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের সাংস্কৃতিক কাউন্সিলর ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুন্ডু ও পশ্চিমবঙ্গের বিশ্বভারত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অভ্র বসু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ হাশিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত