প্লাস্টিক সেজে বসে থাকতে পারবো না: আলিয়া

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৭

সাহস ডেস্ক

নায়িকাদের সবসময় ফিটফাট হয়েই চলতে হয়। বিশেষ করে বলিউডের মতো চলচ্চিত্র শিল্পে, যেখানে প্রতিযোগিতা খুবই তীব্র। এলোমেলো আর অগোছালোদের জায়গা নেই সেখানে। চলাফেরা, অভিনয় সবকিছুতেই ২৪ ঘন্টা সচেতন থাকতে হয় অভিনয়শিল্পীদের। কিন্তু এই আদর্শের সঙ্গে একমত নন আলিয়া।  

সম্প্রেতি ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন নিয়ে মুখ খোলেন বলিউডের নবীন এ অভিনেত্রী।  

আলিয়া বলেন, সবসময় আমি আমার মতো করেই বাঁচতে চাই। নায়িকা, তাই বলে সবসময় আমি বিমানবন্দরে হাইহিল পরে হাঁটবো না। হ্যাঁ, অবশ্যই সেটা করতে পারি যদি আমার আর জুতা না থাকে। আমি কী করছি সেটা নিয়ে মানুষ আলোচনা করতে থাকবেই। কিন্তু আমার জীবন একটাই। সুতরাং আমি আমার মতো করেই থাকতে চাই। আমার পোশাক একটু কুঁচকে থাকতে পারে কিংবা সবসময় ইস্ত্রি করা নাও থাকতে পারে। এসব নিয়ে আমি মাথা ঘামাই না। পোশাক তো এলোমেলো হতেই পারে। আমি সবসময় প্লাস্টিক সেজে বসে থাকতে পারবো না। আমি সবসময় স্বাভাবিক হয়ে বাঁচতে চাই। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত