‘অ্যাভাটার’ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা (ভিডিও)

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৭, ১৩:২৯

অনলাইন ডেস্ক

২০০৯ সালে মুক্তির পর বক্স অফিস কেঁপে দিয়েছিলো ‘অ্যাভাটার’। বিশ্বজুড়ে সিনেমাটি অনেক জনপ্রিয়তা পায়। যে কারণে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন নির্মাতা জেমস ক্যামেরন। তবে এর জন্য অনেক অপেক্ষা করতে হচ্ছে ভক্ত দর্শকদের। তবে ‘অ্যাভাটার’ ভক্তদের জন্য সুখবর। ঘোষণা করা হল বড় পর্দায় ‘অ্যাভাটার’ সিক্যুয়েল মুক্তির তারিখ।

‘অ্যাভাটার’-এর ফেসবুক পেজে বলা হয়, ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুলগুলো মুক্তি পাওয়া শুরু করবে ২০২০ সালের ডিসেম্বর থেকে। প্রতিটি ছবিই হবে স্বয়ংসম্পূর্ণ, আর সব মিলিয়ে তৈরি হবে গোটা একটি কাহিনি।

‘অ্যাভাটার-২’ মুক্তি পাওয়ার তারিখ ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এরপরের বছর ২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘অ্যাভাটার-৩’ মুক্তি পাবে।

এরপর নির্মাতারা তিন বছর সময় নিয়ে ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি দেবেন ‘অ্যাভাটার-৪’ এবং ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘অ্যাভাটার-৫’। এর আগে ‘অ্যাভাটার-২’ ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা বলা হলেও চলতি বছরে ক্যামেরন জানান, এ সময়ের মধ্যে তা মুক্তি দেওয়া সম্ভব হবে না।

২০০৯ সালে মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘অ্যাভাটার’। বিশ্বজুড়ে ছবিটি প্রায় ২.৭ বিলিয়ন ডলার ব্যবসা করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস