‘কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয়, লোক দেখিয়ে নয়’

প্রকাশ : ০১ মে ২০১৭, ১৮:৪৭

সাহস ডেস্ক

‘কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয়, লোক দেখিয়ে নয়।...কিন্তু দূরের মানুষগুলো দু-চারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজেকে কাছের মানুষ হিসাবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে যায়।...’  অপু বিশ্বাস ।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে ৩০ এপ্রিল (রবিবার) এ মন্তব্য করেন তিনি।

এই নায়িকা বলেন, একটু চোখ মেলে তাকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কোম্পানির প্রচারের স্বার্থে তিনশত টাকার প্রডাক্ট ১০০ টাকায় বিক্রি করে। সেই সব চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয়। কিন্তু দুইদিন পর বুঝা যায় তারা কতটা ঠকেছে।

অপু তার স্ট্যাটাসে বলেন, সেই সব মানুষগুলোও এমন। সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেওয়ার ধান্ধায় থাকে তারা। 

প্রসঙ্গত, নায়ক শাকিব খানের সঙ্গে আট বছর আগে বিয়ে ও তাদের একমাত্র সন্তানের স্বীকৃতি না দেওয়ায় গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এসে আলোচনায় আসেন এই নায়িকা। ওই সময় স্বামী শাকিবের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন অপু। পরে অবশ্য স্ত্রী ও সন্তানকে ঘরে তুলে নেন শাকিব। বেশ কয়েকদিন ধরে চলা সমালোচনারও শেষ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত