শিশুদের পাশে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা

প্রকাশ : ১০ জুলাই ২০১৭, ১৮:৪১

সাহস ডেস্ক

শিশুদের পেডিয়াট্রিক সার্জারি এবং ইনটেনসিভ কেয়ারের জন্য মালাউইর কুইন সেন্ট্রাল হাসপাতালে বিশেষ ইউনিট খুলছেন ম্যাডোনা লুইজ চিকোন। 

জানা যায়, আগামী ১১ জুলাই (মঙ্গলবার) এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এটির অর্থায়নে তৈরি এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘মারসি জেমস ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার’। মালাউইতে জন্ম নেওয়া ম্যাডোনার কন্যা মারসি জেমসের নামে এর নামকরণ করা হয়। 

ম্যাডোনা বলেন, অভাবগ্রস্ত শিশুদের দিকে তাকালে তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে। মালাউইতে যখন প্রথম এসেছিলাম তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এখানকার শিশুদের জন্য কিছু করব। আর সে ভাবনা থেকেই মারসি জেমস ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার তৈরি করা হয়েছে।' 

জানা গেছে, নতুন এই ইউনিট খোলার ফলে প্রতি বছর প্রায় দ্বিগুণ শিশুর সার্জারি সম্ভব হবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার স্থানীয় চিকিৎসকদেরও বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকছে এই ইনস্টিটিউটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত