‘মা’ নিয়ে গান গেয়ে সেরা পাঁচে লালমনিরহাটের এবি সিদ্দিক

প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১৭:২৬

আসাদুজ্জামান সাজু

জীবনমূখী গানের দুই বাংলার পরিচিত মুখ শিল্পী সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক তার ফেসবুক একাউন্টে তার গাওয়া গান, বা তার লেখা ও সুর করা যে কোন গান গেয়ে ভিডিওসহ জমা দেওয়ার আহ্বান করেছিলেন। প্রতিযোগীতার নাম Srar Voice Contest 2017

প্রধান বিচারক হিসেবে আছেন উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। ঘোষণা অনুযায়ী গান জমার শর্তের পাশাপাশি পুরস্কার হিসেবে সেরা প্রতিযোগী পাবে ১ লাখ টাকা।

গত ১৫ জুলাই গান জমা দেওয়ার শেষ সময়ে দেশ-বিদেশ থেকে প্রায় ১৯২৫টি গান জমা পড়েছিল। সেখান থেকে বিচারক নচিকেতা গান বাছাই শেষে সেরা ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। মা’কে নিয়ে লালমনিরহাটে পাটগ্রামের ছেলে এবি সিদ্দিক নির্বাচিত হয় সেরা ৫ এর একজন। সেরা ৫ প্রতিযোগীর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের একজন আর বাকি ৪ জন বাংলাদেশের। এর মধ্যে থেকে ইউটিউবে যে গানটি সবচেয়ে বেশী ভিউ এবং বিচারকে নম্বর যোগ ফলে নির্ধারিত হবে সেরা স্টার ভয়েজ ২০১৭। সেরা ৫ এ ঠাঁই মিলেছে এবি সিদ্দিকের। 

লালমনিরহাট সন্তান এবি সিদ্দিক সবার কাছে দোয়া এবং পাশাপাশি ইউটিউবে গানটি দেখা, ফেসবুকে শেয়ার করে অন্যকেও দেখার অনুরোধ করেছেন।

এবি সিদ্দিক জানান, ছোটবেলা থেকে মনের বাসনা, মানুষের ও সমাজমুখী গান করার। সেই সুযোগ কাজে লাগাতে সবার সহযোগীতা চাই।

 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত