বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে নাটক

প্রকাশ : ১১ আগস্ট ২০১৭, ১৮:৪৯

সাহস ডেস্ক

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির কালো দিবস হিসেবে খ্যাত। এই দিনটিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ও তার পরিবারকে জাতি হারিয়েছে। প্রতিবছর ১৫ আগস্ট বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। 

এই সত্য ঘটনা অবলম্বনে ‘মহামানবের দেশে’ নামক গল্প লিখেছেন নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমান। গল্পটি ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ নামে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। 

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইল ও উত্তরায় টানা ৭দিন শুটিংয়ের মধ্য দিয়ে এই গল্পটির কাহিনিচিত্র নির্মিত হয়েছে।এতে অভিনয় করেছেন দেশের অন্যতম দুই অভিনেতা তারিক আনাম খান ও ফজলুর রহমান বাবু। প্রধান নারী চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা। আরও অভিনয় করেছেন মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী।

‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রটি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত