দাফন পেছাল নায়করাজের

প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ১৮:৪৪

সাহস ডেস্ক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন আগামীকাল (২৩ আগস্ট) বুধবার অনুষ্ঠিত হবে। তার ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে এখনো দেশে পৌঁছাতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

রাজ্জাকের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (২২ আগস্ট) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন হওয়ার কথা ছিল তাঁর। তবে শেষ সময় সিদ্ধান্ত  পরিবর্তন করে ছেলে বাপ্পি দেশে আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। 

চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, নায়করাজের মেজ ছেলে কানাডা থেকে এরমধ্যে রওয়ানা দিয়েছেন। তিনি ঢাকায় পৌঁছাবেন আনুমানিক ২৩ আগস্ট ভোর ৪টার দিকে। মূলত তার জন্যই দাফনের সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আনা হয়।

গতকাল সোমবার (২১ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাকে আক্রান্ত রাজ্জাককে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়। আজ সকালে কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত