শনিবার নায়করাজের স্মরণসভা

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৭, ১৮:২৯

সাহস ডেস্ক

বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ ও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্মরণসভা আগামী ২৬ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আয়োজনে ওই দিন সকাল সাড়ে ১০টায় এফডিসিতে এ স্মরণসভা হবে। 

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর শনিবার এফডিসির আট নম্বর ফ্লোরে সকাল সাড়ে ১০টায় তার স্মরণসভা অনুষ্ঠিত হবে। এরপর আয়োজন রয়েছে মিলাদ মাহফিল ও কাঙালিভোজ।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত নায়ক রাজ্জাক ২১ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার সকালে কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১২টায় নায়করাজের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত