লতা মঙ্গেশকরের স্বাক্ষর জাল করে টাকা তোলার অভিযোগ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

সাহস ডেস্ক

লতা মঙ্গেশকরের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম রেবতী খারে।

রেবতী খারের বিরুদ্ধে ভারতের গামদেবী থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, গায়িকার স্বাক্ষর ও সিলমোহর জাল করে টাকা তোলা হচ্ছে। এই মর্মে অভিযোগ দায়ের করেছেন মহেশ রাঠোর নামে এক ব্যক্তি।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, রেবতীদেবী নাল্লাসোপারার বাসিন্দা। অভিযোগপত্রে মহেশ জানিয়েছেন, লতার জাল সই ও সিলমোহরসহ একটি আমন্ত্রণ পত্র বিলি করছেন ওই নারী। শহরের বিভিন্ন জায়গা থেকে এই পত্র দেখিয়ে টাকা তুলছেন। মঙ্গেশকর পরিবারের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আস্থা অর্জন করছেন রেবতীদেবী। একাধিক কারণ দেখিয়ে টাকা তুলছেন।

গামদেবী থানার এক কর্মকর্তাকে জানিয়েছেন, লতা মঙ্গেশকরের নাম শুনে অনেকে টাকা দিচ্ছেন।

ঘটনাটি সামনে আসে রেবতীর একটি পদক্ষেপে। তিনি মঙ্গেশকর পরিবারের সঙ্গে যুক্ত এমন একজনের কাছে টাকা চান। সেই ব্যক্তি গোটা ঘটনা মঙ্গেশকর পরিবারকে জানান। তারপর অভিযোগটি দায়ের করা হয়।

জোন টুর ডেপুটি কমিশনার ধ্যানেশ্বর চৌহান জানিয়েছেন, এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। কতজনের কাছ থেকে টাকা তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত