বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৭, ১৫:২৩

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ দেশের ৬৪ জেলায় ৪৪টি চলচ্চিত্র নিয়ে ৬ থেকে ২১ অক্টোবর ১৬ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭’ শুরু হয়েছে। 

৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

এছাড়া আগামী ২১ অক্টোবর (শনিবার) একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী সকল চলচ্চিত্র নির্মাতাদের সনদপত্র প্রদান করা হবে।