পিরোজপুরে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

পিরোজপুর প্রতিনিধি

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য সাংস্কৃতি’ এই স্লোগানকে সামনে রেখে ৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ১৬ দিন ব্যাপী পিরোজপুরে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭ শুরু হয়েছে। 

৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা উদীচী সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস, শংঙ্করপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিরন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র উৎসব উপলক্ষে জেলা টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে।