পঁচিশজন গীতিকার লিখলেন একটি গান!!

প্রকাশ : ১০ জুন ২০১৬, ১৭:১৯

বিনোদন ডেস্ক

বাংলাদেশে তো অবশ্যই প্রথম তবে পৃথিবীতে আগে এভাবে কোন গান লেখা হয়েছে কিনা সেটাও এক গবেষণার বিষয়।

গত ২ জুন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু তার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাসে লিখেন-
‘সবাই মিলে একটা গান লিখলে কেমন হয়? শুধু থাকতে হবে ছন্দ, তাল, লয়, ......। যেন সুর করতে কোন অসুবিধা না হয় .....প্রথম লাইনটা  আমিই দিলাম
একজন মানুষ তপ্ত রোদে পুড়ে, ঘাম ঝরে তার সারা শরীরটা জুড়ে ......!’ 

আইয়ুব বাচ্চুর এই আহ্বানে সাড়া পড়ে যায় সঙ্গীতপ্রেমী তরুণদের মধ্যে। দুইদিনের মধ্যে অসংখ্য মানুষ আইয়ুব বাচ্চুর দেয়া লাইনের সাথে তাদের লেখা লাইন যুক্ত করতে শুরু করেন। এভাবেই একটা দীর্ঘ লিরিক লেখা হয়ে যায়।

আজ সকল লেখা থেকে বাছাই করে পঁচিশজনের লেখা লাইনগুলোকে নির্বাচন করেন আইয়ুব বাচ্চু। তৈরি হয়ে যায় একশ লাইনের দীর্ঘ গান। আইয়ুব বাচ্চু তার এক্সপেরিমেন্টাল এই গানের শিরোনাম দিয়েছেন ‘গন্তব্য’।

এই গান নিয়ে আইয়ুব বাচ্চু তার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন ‘‘যখন প্রথম দুই লাইন লিখেছি, তখন মনি জিজ্ঞেস করেছিল, ‘ভাই, টপিকটা কী?’ বললাম, সিম্পল। খেটে খাওয়া মানুষ। আমরা তো খেটে খাওয়া মানুষ। কষ্ট করেই তো আয় করি। কিন্তু আমি গান লিখেছি তাদের নিয়ে, যারা আমাদের চেয়ে বেশি কষ্ট করে। ভেবে দেখুন, বৃষ্টির সময় রিকশায় বসে আমরা তো মাথাটা হুডের নিচে বা ছাতার নিচে রাখতে পারছি। কিন্তু রিকশাচালক ওরই মধ্যে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিংবা প্রচণ্ড রোদের মধ্যে খালি মাথায় ঠেলছেন রিকশা। দুই টাকা, পাঁচ টাকার জন্য তাঁদের আমরা থাপ্পড় দিই। ওদের কষ্টের কথা যদি চিন্তা করেন, তাহলে সত্যিই রিকশায় উঠতে পারবেন না! মানুষ হিসেবে তাঁরা তো অনেক বড়।’ একটি আশা ‘জানেন, আমার যে বিষয়টি ভালো লাগছে তা হলো, এই ফেসবুকে গান লেখার ভাবনাটার পর আমার মনে হচ্ছে, আর কিছু না হোক, বেশ কয়েকজন ভালো গীতিকার আমরা পেয়ে যাব। এরা গান নিয়ে ভাববেন। নতুন নতুন গান লিখবেন!’ 

আইয়ুব বাচ্চু আশা করছেন খুব শিঘ্রই মিউজিক ভিডিও আকারে এই গানকে শ্রোতাদের সামনে নিয়ে আসবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত