উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবীর চিরবিদায়

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৭, ১১:২৩

সাহস ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী আর নেই। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত নয়টার দিকে কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিরিজা দেবী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। চিকিত্সকরা জানিয়েছেন, হূদরোগে আক্রান্ত হওয়াই গিরিজা দেবীর মৃত্যুর কারণ। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এরপর তিনি স্থানান্তরিত হন সিসিইউতে। তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়েছিল।

১৯২৯ সালের ৮ মে ভারতের বারাণসীতে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন গিরিজা দেবী। তিনি ছিলেন বেনারস ঘরানার শিল্পী। ধ্রুপদী ও শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ঠুমরিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত