শিল্পী বারী সিদ্দিকী লাইফ সাপোর্টে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:০৮

সাহস ডেস্ক

প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। ইতোমধ্যে ১৭ নভেম্বর (শুক্রবার) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তিনি অচেতন ছিলেন। ওই সময় তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে যান তিনি। সেখান থেকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরেন। তখনও তিনি স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।

সাব্বির সিদ্দিকী বলেন, বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎসকেরা কোনো আশার কথা বলতে পারছেন না। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত